আগরতলা, ২৫ ডিসেম্বর: ভারত ও বাংলাদেশের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তারপরও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ জারি রয়েছে। ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর এলাকায় তিনজন বাংলাদেশে অনুপ্রবেশকারী আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুরের ধ্বজনগর নগর এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে মামলার রুজু করা হয়েছে। তাদের নাম যথাক্রমে মোহাম্মদ এনামুল হক(৪৯), মোহাম্মদ কালু(৪০) এবং মোহাম্মদ আসরাফিল(৪৯)। তাদের তিনজনের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার শিবগঞ্জ এলাকায় বলে জানিয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মানব পাচারের সঙ্গে যুক্ত এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে, তার নাম মতিউর রহমান। আটক বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাকে গোমতি জেলার কিল্লা এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
0 মন্তব্যসমূহ