আগরতলা, ২৫ ডিসেম্বর : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে বিজেপির ফটিকরায় মণ্ডল কমিটির উদ্যোগে “অটল স্মৃতি সম্মেলন” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ঊনকোটি জেলার ফটিকরায় নজরুল কলাকেন্দ্রে আয়োজিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে রাজ্যের মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এলাকার জনপ্রিয় বিধায়ক সুধাংশু দাস বলেন, “ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এক মহান রাষ্ট্রনায়ক। তিনি আজীবন মানবকল্যাণ ও দেশসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর জীবন ও কর্মধারা আমাদের চিন্তা-চেতনাকে সমৃদ্ধ করার এক বড় অনুপ্রেরণা।”
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাশ ফটিকরায় বাজারে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর একটি মার্বেল মূর্তি স্থাপনের প্রস্তাব দেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির সদস্য প্রভাস চন্দ্র বণিক, প্রবীণ শিক্ষাব্রতী যদুলাল নাথ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুমতি দাস, বিজেপির ফটিকরায় মণ্ডল সভাপতি তরুণ কুমার দাসসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
এই স্মরণীয় কর্মসূচি উপলক্ষে ফটিকরায় নজরুল কলাকেন্দ্র কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠানজুড়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবন, আদর্শ ও দেশসেবার নানা দিক তুলে ধরা হয়।
0 মন্তব্যসমূহ