Advertisement

Responsive Advertisement

আগরতলাসহ রাজ্য জুড়ে তুলসী পূজন কর্মসূচি অনুষ্ঠিত




আগরতলা, ২৫ ডিসেম্বর: আগরতলাসহ রাজ্যের সর্বত্র বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তুলসী পূজন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের বিভিন্ন মন্দির, আবাসিক এলাকা ও সামাজিক সংগঠনের উদ্যোগে সকাল থেকেই তুলসী গাছে পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্বলন ও ভক্তিমূলক সঙ্গীতের আয়োজন করা হয়। পশ্চিম জেলাশাসকের অফিস প্রাঙ্গনেও এদিন প্রথমবারের মতো তুলসী পূজন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক অফিস বিক্রিয়েশন ক্লাবের সম্পাদক দীপঙ্কর দত্ত সহ কর্মচারীর সংঘের অন্যান্য সদস্যরা। 
তুলসী মঞ্চ সাজিয়ে ফুল, ধূপ ও প্রদীপের মাধ্যমে পূজা সম্পন্ন করা হয়। অনেক জায়গায় শিশু ও যুবসমাজও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তাও তুলে ধরা হয়।
 আগরতলার রাজ্যের বিভিন্ন জেলায়—পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, উনকোটি, ধলাইসহ অন্যান্য এলাকাতেও একইভাবে তুলসী পূজন অনুষ্ঠিত হয়। গ্রামীণ এলাকাগুলিতে প্রাচীন রীতিনীতি মেনে সমবেত প্রার্থনা ও ভজন-কীর্তনের আয়োজন করা হয়। বহু পরিবার এই উপলক্ষে বাড়িতে তুলসী গাছ রোপণ করে পরিবেশ সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করে।
আয়োজকদের মতে, তুলসী পূজন কেবল ধর্মীয় আচার নয়, এটি সমাজে নৈতিকতা, শান্তি ও প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করে। শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়া এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ