Advertisement

Responsive Advertisement

ডুকলি কৃষি মহকুমায় উৎসাহের সঙ্গে কৃষক দিবস উদ্‌যাপন




আগরতলা, ২৩ ডিসেম্বর: ডুকলি কৃষি মহকুমার উদ্যোগে মঙ্গলবার যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে কৃষক দিবস উদ্‌যাপন করা হয়। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের নিরলস অবদানকে সম্মান জানানোই ছিল এদিনের এই বিশেষ কর্মসূচির মূল উদ্দেশ্য।
ডুকলি কৃষি মহকুমার সুপারিন্টেনডেন্ট অব এগ্রিকালচারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুকলি এগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি শিবশঙ্কর সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ চক্রবর্তী ও টুটন দাসসহ অন্যান্য বিশিষ্টজন।
অনুষ্ঠানে আলোচ্য বিষয় হিসেবে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, জৈব কৃষির গুরুত্ব এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অতিথিরা তাঁদের বক্তব্যে জানান, সরকারের প্রধান লক্ষ্য কৃষকদের আয় বৃদ্ধি করা এবং আধুনিক কৃষি সরঞ্জাম ও প্রযুক্তির সুবিধা গ্রামীণ স্তরে পৌঁছে দেওয়া।
কর্মসূচির অংশ হিসেবে মহকুমার বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে আগত কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মোট ৫০ জন কৃষকের হাতে বিভিন্ন প্রয়োজনীয় কৃষি সরঞ্জাম ও উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল রোজ ক্যান, পিপিসি (প্ল্যান্ট প্রোটেকশন ইকুইপমেন্ট), জৈব সার, ভার্মি কম্পোস্ট এবং উন্নত জাতের পেঁয়াজের বীজ ও চারা।
এছাড়াও কৃষি দপ্তরের আধিকারিকরা ফসল বিমা, মাটির স্বাস্থ্য কার্ড, ন্যাচারাল ফার্মিং এবং যান্ত্রিক কৃষি সহায়তা ও ভর্তুকি-সহ সরকারের বিভিন্ন কৃষি প্রকল্প সম্পর্কে কৃষকদের বিস্তারিতভাবে অবহিত করেন। এই সময়োপযোগী উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
কৃষক দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি ডুকলি কৃষি মহকুমায় কৃষি উন্নয়নের পথে এক ইতিবাচক বার্তা বহন করছে বলে মত প্রকাশ করেন উপস্থিত কৃষকেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ