আগরতলা, ২৩ ডিসেম্বর: সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম জেলার অন্তর্গত বেলবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে রবি মরশুমের চাষকে কেন্দ্র করে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কৃষকদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি দপ্তরের সহায়তায় বিভিন্ন ধরনের সবজির বীজ বপন করা সহ কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে। এই সকল কর্মসূচি গুলিতে উপস্থিত থাকছেন বেলবাড়ি কৃষি মহাকুমার কৃষি তত্ত্বাবধায়ক তুষার কান্তি দাস সহ বিভিন্ন সেক্টর অফিসার এবং অন্যান্য কর্মচারীরা।
এই কর্মসূচি গুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অনুষ্ঠিত হয় বেলবাড়ি ব্লকের অন্তর্গত জে জে নগর ভিলেজ কাউন্সিলের বাসিন্দা দিলীপ দেববর্মার জমিতে। এখানে এআরসি পদ্ধতির আলু বীজ রোপনের পাশাপাশি তরমুজের বীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাশাপাশি রাসাদাস রাত পাড়া ভিলেজ কাউন্সিলের অন্তর্গত এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ দেববর্মার জমিতে এ আর সি পদ্ধতির আলুর বীজ রূপন করা হয়। সেই সঙ্গে খুমলুং সহ অন্যান্য এলাকাতেও কৃষকদের জমিতে সবজি বীজ লাগানোর পাশাপাশি কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে। মূলত কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে এই পদক্ষেপ গুলোকে বাস্তবায়ন করার জন্য কৃষি মহাকুমার তরফে নিয়মিত ভাবে কাজ করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ