কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ডুকলি কৃষি মহকুমার সুপারিনটেনডেন্ট অব এগ্রিকালচার ড. দেবব্রত পাল, কৃষি সেক্টর অফিসার ওয়াসিম আক্রম শেখ, ডক্টর মন্দাক্রান্তা চক্রবর্তীসহ কৃষি দপ্তরের অন্যান্য স্টাফদের উপস্থিতিতে। পাশাপাশি পশ্চিম ত্রিপুরার সার্স থেকে আগত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই মাটি প্রোফাইল পরীক্ষা ও সমীক্ষার কাজ চলছে এবং আজ ডুকলি কৃষি মহকুমার মাধ্যমে পশ্চিম ত্রিপুরা জেলায় এই কার্যক্রমের সূচনা হলো। মাটি পরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হলে এলাকার ভূমির প্রকৃতি ও ভূপ্রকৃতির উপযোগী ফসল নির্বাচন সম্পর্কে কৃষকদের বৈজ্ঞানিক পরামর্শ প্রদান করা সম্ভব হবে। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, অধিক আয় ও লাভজনক চাষাবাদ নিশ্চিত হওয়ার পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ