Advertisement

Responsive Advertisement

লেফুঙ্গায় প্রথমবার অ্যাপিকাল রুট কাটিং পদ্ধতিতে জৈব আলু চাষের সফল প্রদর্শন



আগরতলা, ১৮ ডিসেম্বর: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথের দূরদর্শী নেতৃত্বে এবং ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি (টিসফডা)-র মিশন ডিরেক্টর রাজীব দেববর্মার সক্রিয় উদ্যোগে আন্তর্জাতিক আলু গবেষণা সংস্থা (ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার – সিআইপি), লিমা-র সহযোগিতায় লেফুঙ্গা কৃষি মহকুমায় প্রথমবারের মতো জৈব আলু চাষে অ্যাপিকাল রুট কাটিং পদ্ধতির সফল প্রদর্শন অনুষ্ঠিত হয়।
সিআইপি -এর ডিরেক্টর জেনারেল ড. সাইমন হেকের দিকনির্দেশনায় আয়োজিত এই প্রদর্শনীটি লেফুঙ্গা কৃষি মহকুমার প্রগতিশীল কৃষক বুদ্ধ দেববর্মার ০.৫ হেক্টর জমিতে জৈব আলুর উন্নত জাত কুফরি উদয় চাষের মাধ্যমে সম্পন্ন হয়।
ত্রিপুরা স্টেট অর্গানিক ফ্রের্মিং ডেভেলপমেন্ট এজেন্সী,-র তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক অ্যাডভাইজরি কমিটি (বি এ সি)-র চেয়ারম্যান রনাবীর দেববর্মা। অনুষ্ঠানে জ্ঞান সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন স্টেট হর্টিকালচারাল রিসার্চ স্টেশন-এর উপ-উদ্যানপালন অধিকর্তা ড. রাজীব ঘোষ। তিনি অ্যাপিকাল রুট কাটিং পদ্ধতিতে জৈব আলু চাষের প্রযুক্তিগত সুবিধা ও উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
এছাড়াও লেফুঙ্গা কৃষি মহকুমার সুপারিনটেনডেন্ট অব অ্যাগ্রিকালচার অসীম দেববর্মা সহ ত্রিপুরা স্টেট অর্গানিক ফ্রের্মিং ডেভেলপমেন্ট এজেন্সী ও কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁরা আধুনিক, বৈজ্ঞানিক ও উদ্ভাবনী জৈব কৃষি পদ্ধতি গ্রহণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।
এই উদ্যোগের মাধ্যমে লেফুঙ্গা অঞ্চলে জৈব আলু চাষে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং কৃষক সমাজ আর্থিকভাবে আরও লাভবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ড. রাজীব ঘোষ, লেফুঙ্গা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অসীম দেববর্মা, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমের কুমার দাস, বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অসীম দাস, হেজামারা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অসীম দাস, ত্রিপুরা স্টেট অর্গানিক ফ্রের্মিং ডেভেলপমেন্ট এজেন্সীর ডেপুটি ডিরেক্টর পিঙ্কু বাসল দেববর্মা, রাখী দেববর্মা, লেফুঙ্গা ব্লকের ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা, তিনি নিজে নিয়ে তার জমিতে অর্গানিক পদ্ধতিতে এ আর সি পদ্ধতিতে তার জমিতে আলুর চারা রূপন করেন। তিনি জানান, সাধারণ পদ্ধতিতে পরিমাণ আলু চাষ হয় এ আর সি পদ্ধতিতে প্রায় তিন দিন গুন পর্যন্ত আলু উৎপাদিত হচ্ছে। তিনি আশাবাদী প্রতি কনিতে আলুর ফলন ১০ মেট্রিক হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ