মিতালী দে
স্টেশনে দাঁড়িয়ে।
একদিন, অনেকটা সময় ।
কাজ দু'হাতে সরিয়ে রেখে। দৃশ্যমানতায়
একটার পর একটা ট্রেন,এক্সপ্রেস প্যাসেঞ্জার ।সবগুলি ট্রেনেই আমি জানালার ধারে । আঙুল গাল ছুঁয়ে । দূরের যাত্রায়, সে পথ ধরে যেদিকে আত্মার আত্মকথা ফিসফিস করে চলমানতার কাহিনী বলে রুক্ষ মরুভূমিতে, টুটা ফাটা প্রান্তরে, এলেবেলে ঈর্ষার বনভূমিতে, সবুজ সাভানার
স্নেহে, কল্কে লতার পথে
শুধু চলা আর চলা, কোথাও কোন স্টেশনে একটু থেমে আবার
চলা সেই অনন্তের দিকে
0 মন্তব্যসমূহ