Advertisement

Responsive Advertisement

লক্ষ্মীনারায়ণ মন্দিরে শিব যজ্ঞে ভক্তসমাগমআধ্যাত্মিক পরিবেশে মুখর মন্দির চত্বর





আগরতলা, ২২ ডিসেম্বর : প্রতিবারের মতো এবারও রাজধানীর ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে অনুষ্ঠিত হলো শিব যজ্ঞ। মূল মন্দিরসংলগ্ন শিব মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতি বছর ২২ ডিসেম্বর এই যজ্ঞের আয়োজন করা হয়ে থাকে। এর ব্যতিক্রম হয়নি এবছরও। শনিবার ভোর থেকেই শুরু হয় যজ্ঞের আনুষ্ঠানিকতা, যা সারাদিনব্যাপী ধর্মীয় আচার ও কীর্তনের মাধ্যমে সম্পন্ন হয়।
সকালের দিকে যজ্ঞ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে ভক্তদের আগমন ঘটতে থাকে। যজ্ঞ চলাকালীন রাম ও সীতার নামে কীর্তন পরিবেশিত হলে পুরো এলাকা এক অনন্য আধ্যাত্মিক আবহে মুখর হয়ে ওঠে। দুপুরের দিকে ভক্তসমাগম আরও বাড়তে থাকে। নারী ভক্তদের উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়। অনেকেই যজ্ঞকুণ্ডে আহুতি প্রদান করে সকল জীবজগতের শান্তি ও মঙ্গল কামনা করেন।
যজ্ঞ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অস্থায়ীভাবে একটি যজ্ঞকুণ্ড নির্মাণ করা হয়। রঙিন কাপড়, ফুল ও ধর্মীয় প্রতীকে যজ্ঞকুণ্ডটি দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। যজ্ঞ শেষে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে শুকনো প্রসাদ বিতরণ করা হয়।
এ বছর নিয়ে টানা ৬৮তম বারের মতো লক্ষ্মীনারায়ণ মন্দিরে এই শিব যজ্ঞ অনুষ্ঠিত হলো। আয়োজকদের মতে, এই যজ্ঞের মূল উদ্দেশ্য হলো বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনা। দীর্ঘদিন ধরে এই যজ্ঞ ধর্মপ্রাণ মানুষের কাছে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।
শিব যজ্ঞকে কেন্দ্র করে লক্ষ্মীনারায়ণ বাড়ি চত্বরে দিনভর এক পবিত্র ও শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ভক্তদের ভিড়, কীর্তনের সুর ও যজ্ঞের ধোঁয়ায় পুরো এলাকা হয়ে ওঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভরপুর। আয়োজক কমিটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ