আগরতলা, ২২ ডিসেম্বর : প্রতিভার বিকাশে বয়স যে কোনো অন্তরায় নয়, তা আবারও প্রমাণ করল রাজ্যের এক খুদে কৃতি খেলোয়াড়। শ্রীকৃষ্ণ মিশন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র, মাত্র আট বছরের বিরাজ বণিক ইতিমধ্যেই প্রায় চৌদ্দটি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের পুরস্কার অর্জন করে রাজ্যের পাশাপাশি সমগ্র উত্তর-পূর্ব ভারতের নাম উজ্জ্বল করেছে।
সম্প্রতি সর্বভারতীয় আন্তঃআঞ্চলিক কারাতে প্রতিযোগিতায় উত্তর-পূর্বাঞ্চলের প্রতিনিধিত্ব করে পদক জয় করে বিরাজ সকলের নজর কেড়েছে। তার এই অসাধারণ সাফল্যে গর্বিত পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং ক্রীড়াপ্রেমীরা।
বিরাজের এই কৃতিত্বের জন্য আজ তার পরিবারসহ বিরাজের সঙ্গে নিজ বাসভবনে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা সংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বিরাজের সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, এত অল্প বয়সে এই ধরনের কৃতিত্ব অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতে সে দেশকে আরও গর্বিত করবে বলে তার দৃঢ় বিশ্বাস।
এই উপলক্ষে বিরাজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মাতা ত্রিপুরাসুন্দরীর নিকট প্রার্থনা জানানো হয়। ছোট্ট বিরাজের অধ্যবসায়, নিষ্ঠা ও সাফল্য আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে—এমনটাই মত সকলের।
0 মন্তব্যসমূহ