Advertisement

Responsive Advertisement

প্রশাসন গাঁও কি ওরে ২০২৫: আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতে জনমুখী শাসনের বার্তা



আগরতলা, ২২ডিসেম্বর : সুশাসন সপ্তাহ (১৯–২৫ ডিসেম্বর, ২০২৫) উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর আরডি ব্লকের অন্তর্গত আমগাছিয়া গ্রাম পঞ্চায়েতে সোমবার মিনিটে অনুষ্ঠিত হলো “প্রশাসন গাঁও কি ওরে” অভিযান।
এই অভিযানের মূল লক্ষ্য হলো স্বচ্ছ, দক্ষ ও নাগরিক-কেন্দ্রিক প্রশাসন গড়ে তোলা। কর্মসূচির মাধ্যমে গ্রামস্তরে কার্যকর জনসংযোগ, ঘরে ঘরে পরিষেবা প্রদান এবং নাগরিকদের অভিযোগের দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন, সরকারি পরিষেবা পেতে দিকনির্দেশনা দেন এবং নানান সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।
অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকরা জানান, প্রশাসনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই অভিযানের প্রধান উদ্দেশ্য। এর ফলে প্রান্তিক মানুষও সহজে সরকারি সুবিধা গ্রহণ করতে পারবে এবং শেষ মাইল পর্যন্ত পরিষেবা পৌঁছানো নিশ্চিত হবে।
“প্রশাসন গাঁও কি ওরে” উদ্যোগটি জেলা প্রশাসনের জনকল্যাণমূলক ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার প্রতিশ্রুতিকে আরও একবার দৃঢ়ভাবে তুলে ধরল বলে মত প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ