আগরতলা, ২২ ডিসেম্বর : আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে সোমবার জাতীয় গণিত দিবস উদযাপিত হলো। দেশের প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২২ ডিসেম্বর এই দিনটি জাতীয় গণিত দিবস হিসেবে পালন করা হয়।
এই বছরের জাতীয় গণিত দিবসের থিম ছিল “গণিত, কলা ও সৃজনশীলতা”। সেই থিমকে সামনে রেখেই স্কুল প্রাঙ্গণে নানা ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কর্মকাণ্ডের আয়োজন করা হয়। এই প্রথমবার আনন্দনগর স্কুলে এত বড় পরিসরে জাতীয় গণিত দিবস পালিত হওয়ায় ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা গণিতের বিভিন্ন মজার ও আকর্ষণীয় বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের তৈরি নানা রকম গণিতভিত্তিক মডেল প্রদর্শিত হয়, যা সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই প্রদর্শনীর মাধ্যমে গণিত যে শুধু অঙ্ক কষার বিষয় নয়, বরং শিল্প ও সৃজনশীলতার সঙ্গেও গভীরভাবে যুক্ত—তা স্পষ্টভাবে তুলে ধরা হয়।
স্কুল কর্তৃপক্ষ জানান, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গণিতভীতি দূর করে বিষয়টির প্রতি আগ্রহ বাড়ানোই মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এমন আয়োজন ভবিষ্যতে আরও বেশি করে করার দাবি জানায়।
0 মন্তব্যসমূহ