Advertisement

Responsive Advertisement

রাজধানীতে দুই ছিনতাইবাজ গ্রেফতার





আগরতলা, ৩ ডিসেম্বর : বাইক সহ দুই ছিনতাই বাজকে গ্রেপ্তার করলো পূর্ব থানার পুলিশ। ধৃতরা হল রিপন বিশ্বাস এবং বিজয় সরকার। বাড়ি রাজধানীর আড়ালিয়া এলাকায়।
গত ১ ডিসেম্বর সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ ধলেশ্বর থেকে এক ব্যক্তির একটি স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ব্যক্তির নাম সুনীল চন্দ্র সাহা। তিনি বাড়ির সামনেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় ২ যুবক এক বাইকে করে এসে তার সামনে দাঁড়ায় ।তারা মুহুর্তের মধ্যেই সুনীল চন্দ্র সাহার গলার স্বর্ণের চেইনটি ছিনতাই করে বাইক নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি সাথে সাথে পূর্ব থানায় জানান সুনীল বাবু। অভিযোগ পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সংশ্লিষ্ট এলাকার একাধিক বাড়ির সিসি টিভির ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ছিনতাইয়ের কাজের সাথে জড়িতদের চিহ্নিত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতরা হলো রিপন বিশ্বাস এবং বিজয় সরকার। দুজনেরই বাড়ি রাজধানীর আড়ালায়া এলাকায়। পূর্ব থানার পুলিশ আধিকারিক সুব্রত দেবনাথ এই সংবাদ জানান।
এদিন পূর্ব থানার ওসি আরো জানান, ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেনটি এখন উদ্ধার করা যায়নি। এর জন্য তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই ধৃত দুই অভিযুক্ত কে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ