আগরতলা, ২৯ নভেম্বর: পশ্চিম জেলার অন্তর্গত মহনপুরের কলিমাতা ভিলেজ অর্গানাইজেশন এবং সর্বশক্তি সি এল এফ-র অন্তর্গত প্রীতিলতা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য পূর্ণিমা রায় বর্তমানে গ্রামীণ উদ্যোক্তা হিসেবে এক অনন্য পরিচিতি সৃষ্টি করেছেন। কঠোর পরিশ্রম, দৃঢ় মনোবল এবং গোষ্ঠীর সমর্থনকে ভিত্তি এবং বিশেষ করে জেলা স্তরের টিআরএলএম পশ্চিম জেলার অধিকারিকদের সহায়তায় তিনি নিজের জীবন যেমন বদলেছেন, তেমনি অনুপ্রেরণা হয়ে উঠেছেন স্ব সহায়ক গোষ্ঠীর সঙ্গে যুক্ত শত শত নারীর কাছে।
টিআরএলএম পশ্চিম জেলার অধিকারিকদের পরামর্শে আর্থিক ভাবে স্বনির্ভর হওয়ার স্বপ্ন নিয়ে পূর্ণিমা শুরু করেন মাশরুম চাষ। বিষয়টির প্রতি তার আগ্রহ থাকলেও শুরুর মূলধন ছিল সীমিত। তাই তিনি এস এইচ জি'র মাধ্যমে ৫০,০০০ টাকার ঋণ নেন এবং সেই অর্থ ব্যয় করে তৈরি করেন ৩০০টি মাশরুম বেড। অল্প সুযোগকে সঠিক ভাবে কাজে লাগিয়ে গড়ে তোলেন নিজের ছোট্ট উদ্যোগ।
পূর্ণিমার একাগ্রতা ও পরিশ্রমের ফল খুব দ্রুতই তিনি পেতে শুরু করেন। বর্তমানে মাশরুম চাষ থেকে তিনি মাসে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা আয় করছেন। এই আয়ে শুধু পরিবারের আর্থিক অবস্থা শক্তিশালী হয়নি, বরং বেড়েছে তার আত্মবিশ্বাসও।
এসএইচজিকে ভিত্তি করে গ্রামের নারীদের অর্থনৈতিক পরিবর্তনের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় পূর্ণিমা রায় তারই উজ্জ্বল উদাহরণ। তার সফলতা দেখে এলাকার আরও অনেক নারী এখন সাহস নিয়ে এগিয়ে আসছেন, বিভিন্ন সরকারি ও গোষ্ঠীভিত্তিক সহায়তা কাজে লাগিয়ে গড়ে তুলছেন টেকসই জীবিকা।
0 মন্তব্যসমূহ