Advertisement

Responsive Advertisement

জিরানিয়ার মাঠ থেকে কালিখাসা ধানের অর্গানিক বীজ আহরণের কাজ শুরু



আগরতলা, ১ ডিসেম্বর: কৃষকদের সুবিধার কথা চিন্তা করে রাজ্যে উৎপাদন করা হচ্ছে  কালিখাসা ধানের অর্গানিক বীজ, সোমবার আনুষ্ঠানিক ভাবে মাঠ থেকে বীজধান তোলার কাজ শুরু হলো। দেশ-বিদেশে অর্গানিক পণ্যের চাহিদার কথা চিন্তা করে সারা রাজ্য জোড়ে বিভিন্ন ধরনের অর্গানিক শস্য ও সব্জি উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে অন্যতম একটি শস্য হচ্ছে কালিখাসা ধান। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিদেশেও অর্গানিক কালিখাসা ধানের ব্যাপক চাহিদা রয়েছে। তাই এই ধান চাষে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। রপ্তানির জন্য কালিখাসা ধান উৎপাদনের সঙ্গে সঙ্গে বীজধান উৎপাদনেও জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ত্রিপুরা স্টেট অর্গানিক ফায়ার্মিং ডেভলাপমেন্ট এজেন্সীর তরফে। তাই এবছর সারা রাজ্যে বিভিন্ন জায়গায় চাষীদের মাধ্যমে মোট ৬০হেক্টর জমিতে অর্গানিক পদ্ধতিতে কালিখাসার বীজধান উৎপাদন করা লক্ষ্যমাত্রাকে সামনে রেখে চাষ করা হয়েছে। মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ-ইস্ট রিজিওন ফেজ ফোর প্রকল্পের অধীনে এই বীজ ধান চাষ করা হয়েছে। সোমবার থেকে অর্গানিক কালিখাসা বীজধান মাঠ থেকে সংগ্রহের কাজ শুরু  হয়েছে। এদিন জিরানিয়া কৃষি মহকুমার অন্তর্গত কইছেনবাড়ি এলাকার মাঠ থেকে অনুষ্ঠানিক ভাবে বীজ ধান সংগ্রহ শুরু করা হয়। এই সময় মাঠে উপস্থিত ছিলেন মিশন অর্গানিক ভ্যালু চেন ডেভেলপমেন্ট ফর নর্থ-ইস্ট রিজিওনের ম্যানেজিং ডিরেক্টর রাজীব দেববর্মা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার দাস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পিঙ্কু বাসাল দেববর্মা, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্ববধায়ক সোমেন কুমার দাসসহ দপ্তরের অন্যান্য কর্মচারীরা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ