Advertisement

Responsive Advertisement

দুই পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ



আগরতলা, ১ ডিসেম্বর : দুই পলাতক নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ। ধৃতরা হলো বাপি সরকার এবং রনিত সরকার। সম্প্রতি গোয়ালা বস্তি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তারা পালিয়ে যায়।
সম্প্রতি গোয়ালা বস্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন নেশা কারবারিকে গ্রেপ্তার করে এনসিসি থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তারের পর দুজন অভিযুক্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এরা হলো বাপি সরকার এবং রনিত সরকার। পুলিশ তাদের জালে তুলতে বিভিন্ন স্থানে অভিযান জারি রাখে। অবশেষে গত ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনসিসি থানার পুলিশ জিবি বাজার থেকে বাপি সরকারকে গ্রেফতার করে। তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়। আদালত তার পুলিশ রিমান্ড মঞ্জুর করে। তিনদিনের পুলিশ রিমান্ড শেষে সোমবার তাকে পুনরায় আদালতের সোপর্দ করা হবে। এদিকে বাপি সরকারকে জিজ্ঞাসা বাদের ভিত্তিতে পুলিশ অপর পলাতক অভিযুক্ত রনিত সরকারকে রবিবার রাতে গ্রেফতার করে। ধৃত দুই অভিযুক্ত কে এই এদিন আদালতে পাঠানো হবে। সোমবার এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার এই সংবাদ জানান।
এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার আরো জানান, ধৃত দুই অভিযুক্তদের বিরুদ্ধে এনসিসি থানাতেই একটি এনডিপিএস ধারায় মামলা রয়েছে। পাশাপাশি তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপেও জড়িত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ