আগরতলা ৩ ডিসেম্বর: পশ্চিম জেলার অন্তর্গত ডুকলী কৃষি মহকুমায় এবছর রবি মরশুমে বিভিন্ন জাতের তৈলবীজ চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে, এরমধ্যে সরিষা অন্যতম। এবছর কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে পি এম -৩২ জাতের লাল সরিষার বীজের সঙ্গে সার কীটনাশক এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি কিছু আর্থিক অনুদান ও প্রদান করা হচ্ছে। কৃষকদের উৎসাহ প্রদানের জন্য ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভুলন সাহা, সেকেরকোট পঞ্চায়েতের প্রধান ঝর্ণা দাস, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ডিরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, ডেপুটি ডিরেক্টর রঞ্জিত দাস, ডুকলী কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক ডঃ দেবব্রত পাল, সেক্টর অফিসার ডঃ মান্দাক্রান্ততা চক্রবর্তী ছাড়া অন্যান্য জনপ্রতিনিধি এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষকদের উৎসাহ প্রদানের জন্য কৃষি অধিকর্তা সহ অন্যান্যরা কৃষকের মাঠে নেমে তৈল বীজ রোপন করেন, ধান কাটা ও কৃষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে উৎসাহ প্রদান করেন।
স্থানীয় কৃষক দিলীপ কুমার বিশ্বাস জানান, আমন ধান কাটার পর অনেক কৃষি জমি পতিত পড়ে থাকে। তাই এবছর ডুকলি কৃষি মহকুমার উদ্যোগে প্রথমবারের মতো যেসব জমিতে বোরো ধান হচ্ছে না সেখানে তৈরিসহ অন্যান্য ফসলের চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তারা যেমন আগামী দিনে তৈল বীজ চাষে আত্মনির্ভর হতে পারেন এবং বহি:র্জ্যের উপর ভোজ্য তেলের নির্ভরশীলতা কমানো সম্ভব হবে। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের এই উদ্যোগের জন্য স্থানীয় কৃষকরা সকলকে ধন্যবাদ জানান।
0 মন্তব্যসমূহ