আগরতলা, ৩ ডিসেম্বর : পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের নবরূপে সজ্জিত "ডিএম অফিস রিক্রেয়েশন ক্লাব"র আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হলো বুধবার। জেলাশাসক ডা বিশাল কুমার ফিতা কেটে এর আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে রিক্রেয়েশন ক্লাবের সভাপতি অরুপ দেব, সম্পাদক দীপঙ্কর দত্তসহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মানবিক কর্মসূচিরও উদ্যোগ গ্রহণ করা হয়। শান্তিকালী আশ্রমে শীতবস্ত্র বিতরণ এবং এলাকার দুস্থ মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
0 মন্তব্যসমূহ