Advertisement

Responsive Advertisement

বাজপাই এর জন্মতিথি উপলক্ষে ২৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে : ভগবান



আগরতলা, ২৪ ডিসেম্বর: ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপাই এর একশ তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপির বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি উপলক্ষে নানা কার্যক্রমের আয়োজন করা হবে। রাজধানী আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে কথায় জানিয়েছেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস। তিনি আরো বলেন কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রদেশ এবং জেলা স্তরের নেতৃত্বদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। 
 প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, অটল বিহারী ছিলেন আধুনিক ভারতের জনক। তার হাত ধরে দেশের আধুনিক করণের সূচনা হয়। তিনি দেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেন সেই সঙ্গে মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন জন কল্যাণকর প্রকল্প চালু করেছিলেন যে প্রকল্পগুলির সুবিধা এখনো সাধারণ মানুষ পাচ্ছেন। তিনি একদিকে সাংবাদিক কবি এবং দক্ষ সংগঠক ছিলেন, তার জন্যই ১৯৮০ সালে জনসংঘ থেকে ভারতীয় জনতা দলের সূচনা হয় বলে অভিমত ব্যক্ত করেন। 
 এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিকা অজন্তা ভট্টাচাৰ্য ও প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ