Advertisement

Responsive Advertisement

ভগবানের হাত ধরে মাছমারায় ১২০ জন ভোটার বিরোধী দল ছেড়ে বিজেপিতে সামিল




আগরতলা, ২১ ডিসেম্বর : রাজ্যে বিরোধী দল গুলির পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে অপরদিকে শাসকদল বিজেপির সবকা সাত সবকা বিকাশের আহ্বানে সাড়া দিয়ে বিরোধী দল ছেড়ে ভোটাররা শাসক দলের পতাকা তলে সামিল হচ্ছে। এরই অংশ হিসেবে পাপিয়া ছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাছমারার কৃষ্ণটিলা এলাকায় যোগদান সভা অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের এই যোগদান সভায় বিরোধী কংগ্রেস শিবিরে ধ্বস নামে। কংগ্রেস দল ত্যাগ করে ১২০ জন ভোটার আনুষ্ঠানিক ভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস। তাঁর হাত ধরে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন নতুন সদস্যরা। বিধায়ক ভগবান চন্দ্র দাস নবাগত ভোটারদের আন্তরিক ভাবে স্বাগত জানান এবং বিজেপি পরিবারের সদস্য হিসেবে শামিল করে নেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, কংগ্রেস দল বংশপরম্পরায় ভাবে একটি পরিবারের উপর ভিত্তি করে চলছে। একটি পরিবারের চিন্তাধারাই কংগ্রেসের শেষ কথা। তাই সাধারণ মানুষ আর তাদের সঙ্গে থাকতে চান না। এই জন্য একের পর এক মানুষ কংগ্রেস ছেড়ে বিজেপিতে শামিল হচ্ছেন। কংগ্রেস দল তাদের কার্যকর তাদের সম্মান করে না এমনকি কোন জাতি কোন সমাজকেও সম্মান করে না বলে অভিযোগ করেন তিনি। কংগ্রেস দলের নেতৃত্ব শুধু সম্মান ভোগ করতে জানে কিন্তু মানুষকে সম্মান করতে জানে না বলেও জানান। রাজ্যে এখনো যারা বিরোধী দলের রয়েছেন তাদেরকেও দ্রুত বিজেপি দলে শামিল হয়ে উন্নয়নের ধারায় অংশ নেওয়ার জন্য আহ্বান জানান বিধায়ক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নমূলক রাজনীতি, স্বচ্ছ শাসনব্যবস্থা ও জনকল্যাণমূলক কাজের প্রতি আস্থা রেখে তাঁরা বিজেপিতে যোগদান করেছেন বলে জানান নবাগত সদস্যরা। এদিনের এই যোগদানের ফলে রাজ্যে বিরোধী কংগ্রেস দল যে আরও দুর্বল হয়ে পড়ল তা বলা যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ