Advertisement

Responsive Advertisement

৫৪ তম রক্তদানের অনুভূতি : ড. শ্রীমন্ত রায়


আগরতলা, ২৪ ডিসেম্বর : রাত পেরোলেই ক্রিসমাস, অর্থাৎ বড়দিন। যীশুখ্রিষ্ট মানবতাবোধ শেখাতে রক্ত ঝরিয়ে মৃত্যুবরণ করেছিলেন। আমি প্রভু যীশুকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ, তবে জীবনে একটি লক্ষ্য নিয়েছি— “রক্তদান মানেই রক্তের সম্পর্ক গঠন।” আজ আমার ৫৪তম রক্তদানটি আমি আমার বোন দীপালী দেববর্মার উদ্দেশ্যে আগরতলা জিবি হাসপাতালে করলাম। তিনি কিছুদিন আগে একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁর বাম পা ভেঙে গেছে। এছাড়া যা শুনলাম, তাঁর পাঁজরের দুই নম্বর থেকে ছয় নম্বর পর্যন্ত হাড় ভেঙেছে এবং কলারবোনও ভেঙেছে। তার উপর পেটের কাছে একটি জায়গায় রক্ত জমে ছিল, যা কয়েক দিন ধরে বের করা হয়েছে। আগামীকাল আমার এই বোনের একটি অপারেশন হবে। সেই জন্য রক্তের প্রয়োজন ছিল।
আমি আমার বোনকে এক বোতল রক্ত দিয়ে এলাম এবং তাঁর সঙ্গে দেখা করে কথা বলে সাধ্যমতো সাহস দিয়ে এলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
আমি আগেও বলেছি— “আমি জাতিতে মানুষ, আর ধর্মে ভারতীয়।” আমার দেশ ও আমার ধর্ম আমাকে এই কথাই শিখিয়েছে। আমার মা–বাবা আমাকে এই ভাবেই গড়ে তুলেছেন। সবাই সুস্থ থাকুন— এটাই প্রার্থনা করি।
এই রক্ত গ্রহণ করার জন্য আমি জি.বি. হাসপাতালের ব্লাড ব্যাংকের টেকনিশিয়ান ও সংশ্লিষ্ট সকল কর্মীকেও আমার আন্তরিক ধন্যবাদ জানাই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ