Advertisement

Responsive Advertisement

এডুকেশনাল ট্যুরে কলেজ অফ ফিশারিসের ছাত্র-ছাত্রীরা নাগিছড়া ঘুরে দেখলেন




আগরতলা, ২৪ ডিসেম্বর: মনিপুরের রাজধানী ইম্ফলস্থিত কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আগরতলার পার্শ্ববর্তী লেম্বুছড়া এলাকার কলেজ অফ ফিশারীসের উদ্যোগে তিন দিনব্যাপী এডুকেশনাল ট্যুর চলছে। এই ট্যুরের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদেরকে নাগিছড়া এলাকার রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র ঘুরিয়ে দেখানো হচ্ছে। গত ২২ ডিসেম্বর তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদেরকে এই গবেষণা কেন্দ্র ঘুরিয়ে দেখানো হয়। কর্মসূচির দ্বিতীয় দিন হিসেবে বুধবার দ্বিতীয় বর্ষের মোট ৫০ জন ছাত্রছাত্রীকে গবেষণা কেন্দ্রে নিয়ে নিয়ে আসেন কলেজের অধ্যাপিকা ড. বহ্নি ধর এবং অধ্যাপক ড. হিমাদ্রী সাহা। 
ছাত্র-ছাত্রীরা প্রথমে গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে বসে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এই গবেষণা কেন্দ্রের কাজকর্ম সম্পর্কিত বিষয়ে অবগত হন। পাশাপাশি রাজ্যিক উদ্যান এবং বাগিচা গবেষণা কেন্দ্রের প্রধান ডঃ রাজীব ঘোষ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত কি কি বিষয়ে কাজ হয়েছে তা নিয়ে আলোচনা করেন। রাজ্যে আলু চাষের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই গবেষণা প্রতিষ্ঠান সারা দেশের মধ্যে আলুর দানা বীজ উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান। সেই সঙ্গে গত তিন বছর ধরে এই প্রতিষ্ঠান রাজ্যে এআরসি পদ্ধতিতে আলু চাষের জন্য নোডাল এজেন্সি হিসেবে কাজ করছে এই বিষয়টিও তুলে ধরেন। ছাত্র-ছাত্রীরা গবেষণা কেন্দ্রের কাজের পরিধির কথা শুনে রীতিমতো বিস্ময় প্রকাশ করেন। ড. রাজীব ঘোষের পাশাপাশি এই গবেষণা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং এআরসি পদ্ধতিতে আলু চাষের নোডাল অফিসার অরিন মজুমদার এআরসি পদ্ধতিতে আলু চাষের বিষয়ে ছাত্র-ছাত্রীদের বিস্তারিত বর্ণনা করেন। পাশাপাশি তারা গবেষণা কেন্দ্রের টিস্যু কালচার ল্যাব, এআরসি আলুর পলিহাউস, হাইড্রোপিনিক ইউনিট, টিপিএস ক্রসিং ব্লক, মাশরুম ইউনিট এবং ফ্রুট ব্লক পরিদর্শন করে। এই কর্মসূচির তৃতীয় এবং শেষ তিন হিসেবে ২৬ ডিসেম্বর প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীরা রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে এডুকেশনাল ট্যুরে আসবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ