আগরতলা, ২৪ ডিসেম্বর : চুরি যাওয়া নয়টি বাইক উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পশ্চিম থানা কর্তৃপক্ষ। এদিন পশ্চিম থানায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এবং পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি।
সম্প্রতি রাজধানীর পশ্চিম থানার অধীন বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু বাইক চুরির ঘটনা ঘটে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট চুরি যাওয়া বাইকগুলোর মালিকেরা পৃথক পৃথকভাবে পশ্চিম থানায় মামলা করেন। এই মামলাগুলি হাতে নিয়ে পশ্চিম থানার ওসি রানা চাটার্জির নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। এই তদন্তকারী দলটি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬জন কুখ্যাত বাইক চোরকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ নয়টি বাইক উদ্ধার করতে সক্ষম হয়। বুধবার এক অনুষ্ঠানে প্রকৃত বাইক মালিকদের হাতে পশ্চিম থানার পক্ষ থেকে বাইকগুলি তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ, পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। এদিন পশ্চিম থানায় পশ্চিম জেলার পুলিশ আধিকারিক নমিত পাঠক এই সংবাদ জানান। তিনি জানান, চুরি যাওয়া এই সমস্ত বাইক উদ্ধারের ঘটনায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অভিযুক্তরা বর্তমানে জুডিশিয়ারি কাস্টডিতে রয়েছে। এদিন চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি সংশ্লিষ্ট মালিকরা। তারা পশ্চিম থানার পুলিশের এই ধরনের সক্রিয় পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ