আগরতলা, ২৬ ডিসেম্বর: কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ চাইছেন রাজ্যের কোন জমি যেন ফাঁকা না থাকে। রাজ্যের জমিতে ধান বা সবজি চাষ করতে হবে এমনটা নয়, জমিকে ফাঁকা না রেখে যেকোনো ধরনের ফলমুল বা কৃষিজাত দ্রব্য চাষবাস করলে সরকারের তরফে কোন না কোন ভাবে সহযোগিতা করা হবে। সেই সঙ্গে তিনি দপ্তরের সকল স্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সকল ধরনের সহযোগিতা করার জন্য। মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ব্যাপক ভাবে কাজ করে চলছেন আধিকারিকরা। এরই প্রেক্ষিতে শুক্রবার জিরানিয়া কৃষি মহকুমার উদ্যোগে মজলিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নত জাতের ফসলের বীজ বপন কর্মসূচি সফল ভাবে অনুষ্ঠিত হয়। এদিন কৃষকের জমিতে মূলত তৈল বীজ এবং ডাল বীজ রোপন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের পশ্চিম জেলার ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার দাস, জিরানিয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সোমেন কুমার দাস, এএসও রঞ্জিত দেবনাথ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
এদিন আধিকারিকরা উপস্থিত নিজ হাতে জমিগুলোতে বীজ বপন করে দেন এবং কৃষকদের উন্নত কৃষি পদ্ধতি, ফসলের উচ্চ ফলনশীল জাত নির্বাচন এবং আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে বিস্তারিত ভাবে অবহিত করেন। পাশাপাশি তারা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আয় উন্নয়নের লক্ষ্যে সরকারী বিভিন্ন কৃষি প্রকল্পের সুবিধা গ্রহণের আহ্বান জানান। কর্মসূচিতে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় কৃষকরা এধরনের উদ্যোগের জন্য কৃষি দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃষকদের মতে, উন্নত জাতের বীজ ও প্রযুক্তিগত সহায়তা পেলে আগামী দিনে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এই কর্মসূচির মাধ্যমে এলাকার কৃষি উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী। এদিন উন্নত জাতের চিনাবাদাম, মটর এবং সরিষা বীজ বপন করা হয়।
0 মন্তব্যসমূহ