Advertisement

Responsive Advertisement

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় হুজাইয়ের কাছে মৃত্যু সাত হাতির, শোকস্তব্ধ অসম



হুজাই (অসম), ২১ ডিসেম্বর: শনিবার গভীর রাতে অসমের হুজাই জেলার কাছে রেললাইনে মর্মান্তিক দুর্ঘটনায় সাতটি হাতির মৃত্যু হয়েছে। রাজধানী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে বলে রেল ও বন দপ্তর সূত্রে জানা গেছে। ঘটনাটি শনিবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি হাতির দল রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির রাজধানী এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। অন্ধকার ও বনাঞ্চলঘেঁষা এই রেলপথে আচমকা হাতির দল উঠে পড়ায় ট্রেন থামানোর পর্যাপ্ত সময় পাননি লোকো পাইলট। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাতটি হাতির মৃত্যু হয়।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে বন দপ্তর, রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং পরে উদ্ধার ও লাইন পরিষ্কারের কাজ শেষ হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। বন দপ্তরের পক্ষ থেকে মৃত হাতিগুলির ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বন দপ্তরের আধিকারিকরা। তাঁদের মতে, ওই এলাকা হাতির স্বাভাবিক চলাচলের করিডর হিসেবে পরিচিত। আগেও এই রুটে বন্যপ্রাণীর সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বন দপ্তর ও রেল কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানো, নির্দিষ্ট এলাকায় ট্রেনের গতি কমানো, সতর্কতামূলক সাইনেজ ও নজরদারি জোরদারের দাবি উঠেছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, বনভূমি সংকোচন এবং মানুষের পরিকাঠামো বিস্তারের ফলে হাতিরা বাধ্য হয়ে রেললাইন ও জনবসতিপূর্ণ এলাকা অতিক্রম করছে। এর ফলেই এ ধরনের দুর্ঘটনা বাড়ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও বন্যপ্রাণী সুরক্ষা ও রেল নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ