Advertisement

Responsive Advertisement

বাংলাদেশের বিরুদ্ধে আগরতলায় মথার যুব সংগঠনের প্রতিবাদ






আগরতলা, ১৯ ডিসেম্বর: বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে দেওয়া হুমকি ও উস্কানিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল তিপ্রামথা রাজনৈতিক দলের যুব সংগঠন ইয়ুথ তিপ্রা ফেডারেশন (ওয়াইটিএফ)। শুক্রবার সংগঠনের কর্মী-সমর্থকরা রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
সম্প্রতি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সেদেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা ঢাকায় ভারতের হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভে অংশ নেন। ওই বিক্ষোভে ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে অন্তর্ভুক্ত করে ‘নতুন বাংলাদেশ’ গঠনের হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। এই বক্তব্য ও কার্যকলাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারতের বিভিন্ন রাজ্যে এর বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ ওঠে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ইয়ুথ তিপ্রা ফেডারেশন। বিক্ষোভ চলাকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও স্লোগান ওঠে।
এদিন বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে ইয়ুথ তিপ্রা ফেডারেশনের সভাপতি সুরজ দেববর্মা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগেই সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দাঙ্গা ও অস্থিরতার পরিকল্পনায় মেতে উঠেছেন বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলির কোনও গঠনমূলক রাজনৈতিক এজেন্ডা নেই, কেবলমাত্র ভারত-বিরোধী স্লোগানই তাদের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে ভারত মাত্র ১৩ দিনের যুদ্ধে পূর্ব পাকিস্তানকে মুক্ত করে বাংলাদেশ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। সেই দেশের নাগরিকদের একাংশ আজ ভারতের বিরুদ্ধেই হুমকি দিচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উত্তর-পূর্বাঞ্চল নিয়ে উস্কানিমূলক স্লোগান কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ের সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকের নেতৃত্বে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হয়। যদিও এই কর্মসূচিকে ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ