আগরতলা, ২০ ডিসেম্বর: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একাংশ মৌলবাদীদের হিংসাত্মক আচরণের কারণে সে দেশের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন। মৌলবাদীরা বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা করলে নিরাপত্তার কারণে সাময়িক ভাবে দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনুসের প্রচ্ছন্ন মদতের ফলে বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনায় এবার সরব হয়েছে সনাতনী হিন্দু সেনা। অবিলম্বে বাংলাদেশ বসবাসরত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে হিন্দু অংশের মানুষের নিরাপত্তা প্রদানের দাবিতে শনিবার আগরতলার কুঞ্জবন এলাকার গান্ধী মূর্তির পাশে ভিআইপি সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। সনাতনী হিন্দু সেনার পক্ষে কেশব দেব সংবাদ মাধ্যমকে জানান অবিলম্বে বাংলাদেশ সরকারকে সংখ্যালঘু অংশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
মূলত তারা এদিন আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখানোর প্রস্তুতি নিয়ে গেলেও ত্রিপুরা পুলিশ এবং আধা সামরিক বাহিনী সিআরপিএফ সরকারি হাই কমিশনের সামনে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে। পাশাপাশি বিক্ষোভ চলে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল।
0 মন্তব্যসমূহ