Advertisement

Responsive Advertisement

নিয়মিত করণের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিকর্তার নিকট টিআরএসএসকেএস'র ডেপুটেশন প্রদান

 

আগরতলা, ১২ নভেম্বর: হাইকোর্টের রায়ের ভিত্তিতে নিয়মিত করার দাবিতে বুধবার প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ। ডেপুটেশন প্রদান উপলক্ষে এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সংগঠনের উদ্যোগে এক মিছিল সংঘটিত করা হয়।
রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকরা দীর্ঘ বছর ধরে বঞ্চিত। এই বঞ্চনার অবসান কল্পে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ একাধিকবার প্রাথমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে, কিন্তু এতে কাজ না হওয়ায় পরবর্তী সময়ে সংগঠনের পক্ষ থেকে উচ্চ আদালতে দুই দুইটি মামলা করা হয়। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ অবিলম্বে সমগ্র শিক্ষা শিক্ষকদের ডি এল এড এবং টেট ছাড়াই নিয়মিত করার নির্দেশ জারি করে বলে সংঘটনের দাবী। কিন্তু রাজ্য সরকার পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে। আগামী ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানি হবে। আর সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানির আগেই রাজ্য সরকার যেন সুপ্রিম কোর্টে দাখিল করা এসএলপি প্রত্যাহার করে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিত করনের ব্যবস্থা গ্রহণ করে, এই দাবিতে বুধবার প্রাথমিক শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ। ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক মিছিল সংঘটিত করা হয়। এই মিছিল থেকে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের সচিব নান্টু দাস জানান, হাইকোর্টের মামলার রায়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করার ঘটনা মূলত শিক্ষকদের বিপক্ষেই। সুপ্রিম কোর্টে মামলা চালানোর মতো অর্থনৈতিক ক্ষমতা আমাদের নেই। আগামী ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শুরু হবে।এই অবস্থায় সুপ্রিম কোর্টের এসএলপি প্রত্যাহার করে অবিলম্বে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের দাবিতে প্রাথমিক শিক্ষা অধি কর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হচ্ছে।
এদিন সংগঠনের সম্পাদক নান্টু দাস আরো জানান, তারা রাষ্ট্রবাদী সংগঠনের সদস্য এবং রাজ্য সরকারও রাষ্ট্রবাদী সরকার। তাই তাদের প্রত্যাশা, সরকার তাদের দাবির যৌক্তিকতা বিচার করে সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক ভূমিকা গ্রহণ করবে। এই ডেপুটেশন প্রদানকে কেন্দ্র করে আয়োজিত মিছিলটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়। সেখান থেকে সংগঠনের এক প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিকর্তার সাথে দেখা করে তিন দফা দাবির ভিত্তিতে তাদের স্মারকলিপি তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ