Advertisement

Responsive Advertisement

জিরানিয়ায় নেশা সামগ্রী উদ্ধার কাণ্ডে এক ধৃতের গোডাউনে ক্রাইম ব্রাঞ্চের হানা

 
আগরতলা, ১২ নভেম্বর : জিরানিয়া রেলওয়ে স্টেশন থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার কাণ্ডে ধৃত অভিযুক্ত মান্তনু সাহার বাইপাসের পূর্ব চাম্পামুড়াস্হিত গোডাউনে হানা দিল ক্রাইম ব্রাঞ্চের টিম। অভিযান কালে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা গোডাউনের সিসি ক্যামেরার ডিভিআর সহ বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করেন। 
 জিরানিয়ার ঘটনায় ধৃত অভিযুক্ত মান্তনু সাহার গোডাউনে বুধবার হানা দিল ক্রাইম ব্রাঞ্চ। ধৃত অভিযুক্ত মান্তুনু সাহার বাইপাসের পূর্ব চাম্পামুড়া এলাকায় একটি গোডাউন রয়েছে। এই গোডাউনটির নাম অঞ্জলি ট্রেডিং এজেন্সি। বুধবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এই গোডাউনে অভিযান চালায়। অভিযান কালে পুলিশ গোডাউনের সিসি ক্যামেরার ডিভিআর সহ বিভিন্ন নথি বাজেয়াপ্ত করে। গোডাউনে প্রচুর সংখ্যক রাবার মজুদ রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়েও খোঁজখবর নেয় ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা। এই প্রসঙ্গে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিক সুকান্ত সেন চৌধুরী জানান, গোডাউন থেকে কিছু ডকুমেন্ট তারা উদ্ধার করেছেন। তবে এই তদন্তের ঘটনায় ধৃত অভিযুক্ত মান্তনু সাহাকে জিজ্ঞাসাবাদ করে আর কোন নাম পাওয়া গেছে কিনা সে বিষয়ে পুলিশ কোন মন্তব্য করেনি। 
প্রসঙ্গত উল্লেখ্য যে জিরানিয়া রেল স্টেশন থেকে কফ সিরাপ উদ্ধার কান্ডে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। ধৃতরা হল ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুন কুমার ঘোষ, দিল্লির হিমাংশু ঝা ওরফে সোনু, রাজীব দাশগুপ্ত এবং মান্তনু সাহা। ধৃত অভিযুক্তরা সকলেই নেশা কারবারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ