আগরতলা, ১০ নভেম্বর: গ্যাস সংকটের মধ্যেও অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম রুখিয়া বিদ্যুৎ কেন্দ্রে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নিয়েছে। এই প্রকল্পের ভূমি পূজন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই তথ্য আজ ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন।
মন্ত্রী জানান, আগামী ২৬ নভেম্বর রুখিয়া পাওয়ার প্ল্যান্টে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন (Combined Cycle Gas Turbine)প্রযুক্তি ব্যবহার করা হবে।
তিনি বলেন, ২০১৭–১৮ অর্থবছরে রুখিয়া পাওয়ার প্ল্যান্টের প্রকৃত সক্ষমতা ছিল ৬৩ মেগাওয়াট, কিন্তু সে সময় গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো। ২০১৮–১৯ অর্থবছরেও একইভাবে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
মন্ত্রী জানান ২০১৯–২০ অর্থবছরে গ্যাস সংকট থাকা সত্ত্বেও আমরা ৫৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছিলাম। তবে ২০২২–২৩ সালে পরিবেশগত ছাড়পত্র না থাকায় প্ল্যান্টটি বন্ধ রাখতে হয়। ২০১৮ সালের আগের সরকার প্রয়োজনীয় অনুমতি বা ছাড়পত্র নেয়নি। আমি নিজে দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলি এবং অবশেষে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পর সমস্যার সমাধান হয়। বর্তমানে রুখিয়া পাওয়ার প্ল্যান্টে ১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। মন্ত্রী জানান, বিদ্যুৎ নিগম নতুন প্রযুক্তি প্রবর্তন করেছে, যা কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাই প্রযুক্তি নামে পরিচিত।
তিনি বলেন এই প্রযুক্তি ব্যবহার করে আমরা একই পরিমাণ গ্যাস দিয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব, যদিও আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বর্তমানে বেশ বেশি। এই প্রকল্পে জিএসটি বাদে প্রায় ১,১১৯ কোটি টাকা ব্যয় হবে। গ্যাসের সীমিত মজুত প্রসঙ্গেমন্ত্রী বলেন গ্যাস কারও হাতে নেই এটি প্রাকৃতিক সম্পদ, যা ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। সেই কারণেই রাজ্য সরকার এখন সৌরশক্তির বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
0 মন্তব্যসমূহ