Advertisement

Responsive Advertisement

প্রথম জেলা হাসপাতাল হিসাবে ধলাই জেলা হাসপাতালের নতুন মানদণ্ড স্থাপন


আগরতলা, ১০ নভেম্বর:  স্বাস্থ্যপরিষেবায় পেল NQAS, LAQSHYA ও MUSQAN সার্টিফিকেশন। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো। ধলাই জেলা হাসপাতাল, কুলাই, একসঙ্গে তিনটি জাতীয় গুণগত মানদণ্ড অর্জন করে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। হাসপাতালটি এন কিউ এ এস (NQAS-National Quality Assurance standards), এল এ কিউ এস এইচ অয়াই এ (LAQSHYA- Labour room Quality Improvement Initiative) এবং এম ইউ এস কিউ এ এন (MUSQAN) এই তিনটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রাপ্তির মাধ্যমে রাজ্যের প্রথম জেলা হাসপাতাল হিসেবে এই সম্মান লাভ করেছে।  
ন্যাশনাল হেলথ সিস্টেমস রিসোর্স সেন্টার (National Health Systems Resource Centre)দ্বারা আয়োজিত ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে পরিচালিত কঠোর মূল্যায়নে স্বাস্থ্য পরিকাঠামোর অন্তর্গত হাসপাতালটি ভালো ফলাফল অর্জন করেছে। তিনটি জাতীয় গুণগত মানদণ্ডে একই সঙ্গে এই ভালো ফলাফল অর্জন ধলাই জেলা হাসপাতালের প্রতিটি কর্মী, চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীর নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। 
জাতীয় গুণমান নিশ্চয়তা মানদণ্ড’এ (NQAS) ধলাই জেলার ৯০.২১% প্রাপ্তি প্রমাণ করে যে হাসপাতালটি শুধুমাত্র সামগ্রিক মানদণ্ড পূরণ করেছে তাই নয়, বরং তা শ্রেষ্ঠত্বের স্তরে নিয়ে গেছে, যা রোগীর সুরক্ষা ও যত্নের ক্ষেত্রে একটি বড় নিশ্চয়তা। প্রসূতি কক্ষ গুণগত মানোন্নয়ন’এ (LAQSHYA) (94.48% & 94.27%) ৯৪. ৪৮% এবং ৯৪.২৭% স্বীকৃতি নিশ্চিত করে যে প্রসূতি মায়েরা এবং তাদের নবজাতকরা এখন উন্নত চিকিৎসা পাবেন। শিশুস্বাস্থ্য সেবার মান উন্নয়নের কর্মসূচিতে (MUSQAN) ৮৬.৬৪% প্রাপ্তি হাসপাতালটিকে শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের প্রতি সহানুভূতিশীল একটি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ধলাই জেলা হাসপাতালের এই সাফল্য ত্রিপুরার স্বাস্থ্য মানচিত্রে এক নতুন যুগের সূচনা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ