আগরতলা, ১১ নভেম্বর : যুব সমাজকে তামাকের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে আমবাসা ডিগ্রি কলেজে ১০ নভেম্বর, ২০২৫অনুষ্ঠিত হলো 'তামাকমুক্ত যুব অভিযান ৩.০' (Tobacco Free Youth Campaign 3.0) সংক্রান্ত এক বিশেষ সচেতনতা কর্মসূচি। আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র’র উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের মোট ১৫০ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে তামাক সেবনের মারাত্মক ঝুঁকি এবং সমাজে এর বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ সুরজিৎ দেববর্মা সহ অন্যান্য স্বাস্থ্য কর্মী।
বক্তারা তাঁদের বক্তব্যে তামাক ও তামাকজাত পণ্য সেবনের ফলে দাঁত ও মুখের স্বাস্থ্যের উপর যে ক্ষতিকর প্রভাব পড়ে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিশেষত মুখের ক্যান্সার (Oral Cancer) এবং দাঁতের রোগগুলির ভয়াবহতা সম্পর্কে যুব সমাজকে সতর্ক করেন।
আলোচনায় তামাক নিয়ন্ত্রণ আইন (COTPA - Cigarettes and Other Tobacco Products Act) এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। তামাকমুক্ত পরিবেশ তৈরির গুরুত্ব এবং তামাক সেবনকারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য সরকারি উদ্যোগগুলির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা ছাত্রছাত্রীদের তামাকমুক্ত জীবনধারার শপথ নিতে উৎসাহিত করে বলেন, "যুব সমাজই পারে এই দেশকে তামাকমুক্ত করতে। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা উঠে আসে এবং বক্তারা তার স্মাধান করেন।
0 মন্তব্যসমূহ