Advertisement

Responsive Advertisement

জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্তদান করলেন



আগরতলা, ৬ নভেম্বর : জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রক্ত রয়েছে। রক্তের এই চাহিদা স্বাভাবিক করতে নিজের বেলায় এর কর্তব্য পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্তদান করেন। এই অনুষ্ঠানে ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ সমস্ত কর্মীরা রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
 স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রক্ত রয়েছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবির ব্লাড ব্যাংকে। তাই রক্তদানে এগিয়ে আসলেন হাসপাতালের ব্লাড ব্যাংকের সকল কর্মী এবং চিকিৎসকদের। বৃহস্পতিবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের সব কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। এদের মধ্যে ব্লাড ব্যাংকের নার্সরা যেমন ছিলেন তেমনি চিকিৎসকরাও ছিলেন। এদিন ব্লাড ব্যাংকের কর্মীরা সবাই মিলে প্রায় ৩০ ইউনিট রক্তদান করেন। এই প্রসঙ্গে ব্লাড ব্যাংকের এক চিকিৎসক জানান, পুজোর মরশুমের পর ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা থাকে। বর্তমান কালে কিছুটা বেশি রক্তের প্রয়োজন পড়ছে। এই অবস্থায় তারা রক্তদানে এগিয়ে আসতে বাধ্য হয়েছেন। তিনি আরো জানান, প্রধান রেফারেল হাসপাতাল হওয়ায় জিবি হাসপাতালে প্রতিদিন গড়ে ৮০ থেকে ১০০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। বর্তমানে চাহিদা থেকে রক্তের যোগান কম রয়েছে বলে জানান তিনি।
এদিন জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতার সংবাদ পেয়ে ব্লাড ব্যাংকের সাথে জড়িত স্বাস্থ্য কর্মীদের বন্ধু এবং স্থানীয় ব্যক্তিরাও রক্তদানে এগিয়ে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। সেই অনুসারে রাজ্যে প্রতিবছর ৪০ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ