Advertisement

Responsive Advertisement

উত্তর জেলায় মহিলাদের নিয়ে জনসুনবাই ও পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত



আগরতলা, ৬ নভেম্বর: উত্তর জেলায় জাতীয় মহিলা কমিশনের সদস্যা ডা. অর্পণা মজুমদার এবং ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মার যৌথ উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ মহিলাদের জনসুনবাই ও পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নারী ও শিশুকল্যাণ, নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা, শিক্ষার সুযোগ বৃদ্ধি, এবং সমাজের প্রান্তিক নারীদের উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় প্রশাসন, সমাজকল্যাণ দপ্তর এবং বিভিন্ন মহিলা সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে অংশগ্রহণ করেন।
ডা. অর্পণা মজুমদার মহিলাদের সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “নারী ও শিশুর সুরক্ষা ও কল্যাণে প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগই প্রকৃত পরিবর্তন আনতে পারে।”
এই মহিলাদের জনসুনবাই ও পর্যালোচনা বৈঠকের মাধ্যমে এলাকার মহিলারা তাদের সমস্যা ও পরামর্শ সরাসরি জানাতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ