Advertisement

Responsive Advertisement

প্রদেশ বিজেপি কার্যালয়ে বন্দেমাতারাম সংগীতের দেড়শ বছর পূর্তি উদযাপন




আগরতলা, ৭ নভেম্বর : বন্দেমাতরম এই শব্দ দেশের স্বাধীনতা আন্দোলনে গোটা দেশবাসীকে যেমন ঐক্যবদ্ধ করেছিল, এই দুই শব্দ প্রবল পরাক্রমী ইংরেজদের বুকে কম্পনও সৃষ্টি করেছিল। শুক্রবার বন্দেমাতরম সংগীতের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন বিজেপি নেতৃত্ব তাপস ভট্টাচার্য। এই অনুষ্ঠানে প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
বন্দেমাতরম রাষ্ট্রীয় সংগীতের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, সুবল ভৌমিক, পাপিয়া দত্তসহ অন্যান্য নেতৃবৃন্দ ।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বন্দেমাতরম সংগীত পরিবেশন করেন। এরপর দিল্লি থেকে সম্প্রচারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য শোনেন। বন্দেমাতরম সংগীতের দেড়শ বছর পূর্তি উপলক্ষে সংগীতের মহাত্ম্য এই অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে এই অনুষ্ঠান পালন প্রসঙ্গে প্রদেশ বিজেপির অন্যতম সহ-সভাপতি তাপস ভট্টাচার্য বলেন, বন্দেমাতরম কেবলমাত্র ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি গানই নয়। এটি কোটি কোটি ভারতবাসীর প্রেরণার স্রোত এবং ভারত মাতার প্রতি সম্মান প্রদর্শন। তিনি বলেন, বন্দেমাতরম মানে মাতৃভূমিকে বন্দনা করা, মাকে বন্দনা করা। এই দুটি শব্দ সকল দেশবাসীকে যেমন স্বাধীনতা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিল, তেমনি এই দুটি শব্দ প্রবল পরাক্রমশালী ইংরেজ শাসকদের বুকে কম্পনও সৃষ্টি করেছিল।
এদিন কেবলমাত্র বিজেপি রাজ্য দপ্তরেই নয় ,সবকটি জেলা কার্যালয় এবং মহকুমা কার্যালয় গুলিতেও বন্দেমাতরম সংগীতের ১৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ