Advertisement

Responsive Advertisement

বেলবাড়িতে কৃষকদের মধ্যে শুকর ছানা ও পাম তেল গাছ বিতরণ করা হয়


আগরতলা, ১১ নভেম্বর: বেলবাড়ি কৃষি মহকুমার উদ্যোগে মঙ্গলবার পাম তেল চাষ বিষয়ক কর্মশালা এবং শুকর ছানা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অন্তর্গত বেলবাড়ি ব্লক বি এ সি চেয়ারম্যান রুকেন দেববর্মা, বেলবাড়ি কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক তুষার কান্তি দাস, পতঞ্জলি গ্রুপের ডিস্ট্রিক্ট প্লান্টেশন অফিসার দেবজিৎ দেব, প্রাণিসম্পদ বিকাশ দফতরের মান্দাই অফিসের আধিকারিক সোমালি দেববর্মা, বেলবাড়ি এগ্রি সেক্টর অফিসার কবীর দেববর্মা, খুমলুং এগ্রি সেক্টর অফিসার তমাল রিয়াং সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। ন্যাশনাল মিশন অন ওয়েল পাম প্লান্টেশন কর্মসূচির অংশ হিসেবে এ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
 এ দিনের এই কর্মসূচিতে ৩০ জন কৃষকের মধ্যে ৫১ টি শূকর ছানা এবং পাম তেল গাছ বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ