আগরতলা, ১১ নভেম্বর: পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য অবদান রাখা কর্মকর্তা, কর্মচারী, কর্মী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়।
এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, পশ্চিম ত্রিপুরা জেলা, যারা গত আগস্ট ২০২৪সালে বিধ্বংসী বন্যা মোকাবিলায় অনন্য ভূমিকা পালন করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার, জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সিভিল ডিফেন্স সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।
বক্তারা দুর্যোগের সময় পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার গুরুত্বের ওপর জোর দেন এবং ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় আরও সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা শাসক বক্তব্যে বলেন, গত আগস্ট মাসে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় বহু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তাদের নিষ্ঠা, সাহস ও মানবিকতার জন্যই আজকের এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ