আগরতলা, ১২ নভেম্বর: কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় ফুল চাষ করে হাসি ফুটেছে পুরাতন আগরতলা কৃষি মহকুমার অন্তর্গত এলাকায় বসবাসরত একাধিক পরিবারের মুখে। ফুল চাষের জন্য একাধিক প্রকল্প রয়েছে। এরমধ্যে অন্যতম একটি হচ্ছে "মিশন ফর ইন্টাগ্রাটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার" প্রকল্প। মূলত যে সব ফুল গাছ হালকা ছায়ার মধ্যে চাষ করতে হয় এই ধরনের ফুলকে পলিহাউসে করা হয়। পুরাতন আগরতলা কৃষি মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় বসবাসরত কৃষকদের এমন পলি হাউস বিতরণ করা হয়েছে। এই সকল সুবিধাভোগীদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন পশ্চিম নোয়াগাও গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অনিতা দাস। তাকে ২০০ বর্গমিটার জায়গার মধ্যে প্রায় তিন লক্ষ ৯৩হাজার টাকা খরচ করে পলিহাউসটি তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি এতে লাগানোর প্রায় এক হাজার দুইশটি জারবেরা ফুলের চারা দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফুল গাছে জল সেচ দেওয়ার জন্য একটি মোটর এবং জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে বলেও জানান।
ইতিমধ্যে পলিহাউস থেকে ফুল সংগ্রহ করে বিক্রি শুরু করে দিয়েছেন। রাজধানী আগরতলার ফুলের দোকানগুলিতে পাইকারি মূল্যে ফুলগুলি বিক্রি করছেন। এক একটি জারবেরা ফুল ন্যূনতম সাত টাকা মূল্যে বিক্রি করছেন বলেও জানান। দপ্তর থেকে এই সহযোগিতা পাওয়ায় তিনি এখন আর্থিকভাবে অনেকটাই উপকৃত হয়েছেন। এজন্য রাজ্য রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ