আগরতলা, ১২ নভেম্বর : কস্কো ফারমার্স ক্লাবের আহ্বানে অম্পি ব্লকের তনতুই গ্রামে বাবা গড়িয়া মিশন মডেল স্কুল মাঠে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সম্ভাব্য জনসভাকে সামনে রেখে বুধবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই জমাতিয়া হদা, বাবা গড়িয়া মিশন ও ফারমার্স ক্লাবের স্থানীয় কর্মকর্তাদেরকে নিয়ে এক প্রস্তুতি সভা করেন ফারমার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়। উনার সঙ্গে
উপস্থিত ছিলেন জমাতিয়া হদা অক্রা, সভাপতি ও সম্পাদক বাবা গড়িয়া মিশন বিরসিং জামাতিয়া ও অভিজিত দে।
0 মন্তব্যসমূহ