Advertisement

Responsive Advertisement

টিআরএলএম'র উত্তর ও ঊনকোটি জেলার সিএলএফ সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত



আগরতলা, ১৮ নভেম্বর: উত্তর জেলা ও ঊনকোটি জেলার সকল সিএলএফ (CLF)–এর সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে ২ দিনের যৌথ কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। ত্রিপুরা রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (TRLM)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন TRLM–এর সিইও তড়িৎ কান্তি চাকমা (IAS), সিওও ড. দীপায়ন ঘোষসহ TRLM–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মশালায় সিএলএফগুলোর চলমান কার্যক্রম, সাফল্যের দৃষ্টান্ত, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। TRLM টিম সিএলএফগুলোর বিভিন্ন উৎকৃষ্ট কাজের সংকলন উপস্থাপন করে এবং আগামী দিনে আরও কার্যকরভাবে কমিউনিটি লেড ইনস্টিটিউশনগুলো কীভাবে কাজ করতে পারে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সিইও শ্রী কান্তি চাকমা তার বক্তব্যে বলেন, “গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নে সিএলএফগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা বৃদ্ধি, স্বনির্ভরতা এবং সমবায় উদ্যোগকে আরও শক্তিশালী করতেই এই কর্মশালা।” সিওও ড. দীপায়ন ঘোষ দলগত কাজ ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনার ওপর জোর দেন।
২ দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ, আলোচনাসভা ও প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন ধারণা ও কৌশল আদান–প্রদান করেন। সামগ্রিকভাবে, কর্মশালাটি সিএলএফগুলোর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ