Advertisement

Responsive Advertisement

দেড় কানি জমিতে লাউ চাষ করে দুই লক্ষ টাকার লাউ বিক্রি করবেন বলে জানান উত্তম দেবনাথ


 
আগরতলা, ১৭ নভেম্বর : এক মরশুমে নিজের জমি থেকে দুই লক্ষ টাকার লাউ বিক্রি করবেন প্রগতিশীল চাষী উত্তম দেবনাথ। লাউ বিক্রির বিষয় নিয়ে তিনি শুধু আশাবাদীই নন আত্মবিশ্বাসীও বটে নিজেই জানালেন সে কথা। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে তাকে যন্ত্রপাতি সহ পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে যার ফলে তিনি আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। 
পুরাতন আগরতলা কৃষি মহকুমার অন্তর্গত পশ্চিম নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পেশায় চাষী উত্তম দেবনাথ। তিনি নানা জাতের ফসল এবং সবজি চাষ করেন। এবছর দেড়কানি জমিতে শুধু লাউ চাষ করেছেন। তিনি আরো জানান শ্রাবণ মাসের জমিতে লাউবিজ বপন করে ছিলেন, আশ্বিন মাস থেকে লাউ বিক্রি শুরু হয়। এখন প্রতিদিন মাচা হতে ১০০ থেকে ১৫০টি লাউ সংগ্রহ করছেন এবং পাইকারি দামে বিক্রি করছেন। ফাল্গুন মাস পর্যন্ত লাউ বিক্রি করার পরিকল্পনা রয়েছে, এই সময়ের মধ্যে ২ লক্ষ টাকার লাউ বিক্রি করবেন বলে তিনি তিনি জানান। তারপর এই জমিতে অন্য সবজি চাষ করবেন। সম্পূর্ণ ভাবে জৈব সার দিয়ে তিনি চাষ করছেন তাই এই সব লাউয়ের চাহিদা এবং দাম তুলনা মূলক ভাবে বেশি পাচ্ছেন। এই চাষের জন্য স্থানীয় পুরাতন আগরতলা কৃষি মহকুমা থেকে তাকে বিভিন্ন ভাবে সহায়তা করা হয়েছে, এর মধ্যে রয়েছে জল সেচের পাম্প, জমিতে জল সিঞ্চননে র জন্য স্প্রিংকলার জৈব সার তৈরির পিট পেয়েছেন বলেও জানান। সরকারি সহায়তার পাশাপাশি দপ্তরের আধিকারিকরা নিয়মিত ভাবে এসে তাকে পরামর্শও দিয়ে যাচ্ছেন, ফলে তিনি খুশি। এলাকার মধ্যে তিনিই সবচেয়ে বড় পরিসরের লাউ চাষ করছেন। তার জমি দেখে আশেপাশের চাষীরাও বড় আকারের লাউ চাষ করার পরিকল্পনা নিচ্ছেন। 
লাউয়ের পাশাপাশি তিনি পটল শসা সহ অন্যান্য শাকসবজিও চাষ করছেন। সেগুলি থেকেও ভালো দামে বিক্রি করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ