Advertisement

Responsive Advertisement

ক্যাম্পেইন ফর হিউনিটি প্রটেকশনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত আগরতলায়




আগরতলা, ১৭ নভেম্বর : পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার পর্ব চলছিল তখন রাজধানীর আগরতলায় পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদ জানানো হয়।
১৭ নভেম্বর ২০২২সালে ক্যাম্পেইন ফর হিউমিনিটি প্রটেকশন নামে একটি সামাজিক সংগঠনের পথ চলা শুরু হয়েছিল। সোমবার এই সংস্থার তিন বছর পূর্তি হল। এই উপলক্ষে আগতলা প্রেস ক্লাবে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন থেকে ক্যাম্পেইন ফর হিউম্যানিটি প্রটেকশনের ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শ্রোতা রঞ্জন খিশা। এদিন সংগঠনের সভাপতি নিরঞ্জন চাকমা জানান, মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ এবং জনমত গঠন করাই তাদের মূল লক্ষ্য, তবে মূলত পার্বত্য চট্টগ্রামে যে অহরহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোই তাদের প্রধান কাজ ।তিনি আরো জানান, মানুষের অধিকার যেন লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ক্যাম্পেইন ফর হিউমিনিটি প্রটেকশন কাজ করে চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ