আগরতলা, ১৭ নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পে রক্ষা পেল গোটা এলাকা। ঘটনা রাজধানীর মহাশ্মশান সংলগ্ন বি কে লেনের মিন্টু দেবনাথের বাসভবনে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নি কাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
বাড়ির ভাড়াটিয়া উত্তম দাসের ঘরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা উত্তম দাসের গোটা ঘর গ্রাস করে ফেলে। খবর পেয়ে দমকল কর্মীরা প্রথমে দিগন্ত ক্লাব সংলগ্ন এলাকায় ছুটে যায়। তাদের কাছে এমনটাই খবর ছিল। পরবর্তী সময় খবর পেয়ে তারা মহাশ্মশান সংলগ্ন এলাকায় ছুটে আসে এবং তৎপরতার সাথে আগুন আয়ত্তে আনে। এদিন বাড়ির মালিক মিন্টু দেবনাথ জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। ভাড়াটিয়া উত্তম দাসও বাজারে ছিলেন। কি ভাবে আগুন লাগলো তা তিনি জানেন না বলে জানান।
দমকলের এক আধিকারিক জানান, তাদের প্রথমে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল। পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন এবং তৎপরতার সাথে আগুন আয়ত্বে আনেন। তিনি আরো জানান ,তাদের প্রাথমিক অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে গোটা বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ হাজার টাকা হবে বলে জানান তিনি।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় বটতলা মহাশ্মশান সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
0 মন্তব্যসমূহ