Advertisement

Responsive Advertisement

স্বাস্থ্য দপ্তরের ছোঁয়ায় বদলে গেল একটি শিশুর জীবন


আগরতলা, ১৮ নভেম্বর : দক্ষিণ ত্রিপুরার বিলোনীয়া মহকুমার পাইখোলা নাথপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্নেহময় পরিবেশে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর জন্ম নেয় ছোট্ট বিধান দেবনাথ। বাবা ভুটান দেবনাথের স্বপ্ন আর পরিবারের অফুরন্ত ভালোবাসায় বড় হতে থাকা এই শিশুর জীবনে হঠাৎই নেমে আসে দুশ্চিন্তার মেঘ।
২০২৫ সালের ১৪ জানুয়ারি অন্তর্গত বিলোনীয়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ডা. সুমন দাস ও ডা. অনামিকা মল্ল বিধানের জন্মগত হৃদরোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করেন। পরবর্তী ধাপে ১২ জুন ২০২৫-এ গোমতির ডিসট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার, অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতাল, চেন্নাইয়ের বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে জন্মগত হৃদরোগ শনাক্তকরণ ক্যাম্পে তার ইকোকার্ডিওগ্রাম পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষায় জন্মগত হৃদরোগ নিশ্চিত হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়। 
এরপর ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিধানকে চেন্নাইয়ের অ্যাপোলো চিলড্রেন’স হাসপাতালে ভর্তি করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সহায়তায় ২৩ সেপ্টেম্বর ২০২৫, তার হৃদ্রোগের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে সম্পন্ন হয় । চিকিৎসা ভালোভাবে সম্পন্ন হওয়ার পর ৪ অক্টোবর ২০২৫ তারিখে ছোট্ট বিধানকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। 
আজ বিধান সম্পূর্ণ সুস্থ, প্রাণবন্ত ও স্বাভাবিক জীবনযাপনে ফিরেছে। পরিবারের সদস্যরা অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ—স্বাস্থ্য দপ্তর ও অ্যাপোলো হাসপাতালের এমন মূল্যবান ও মানসম্মত পরিষেবা পেয়ে তাদের সন্তান একটি নতুন জীবন ফিরে পেয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ