আগরতলা, ১৮ নভেম্বর : মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পশ্চিম ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর দপ্তরের কনফারেন্স হলে TRLM ও TRESP—এই দুই গুরুত্বপূর্ণ প্রকল্পের ওপর একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি জেলা ম্যাজিস্ট্রেট ডাক্তার বিশাল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ADM (PP), পশ্চিম ত্রিপুরা, জেলার বিভিন্ন ব্লকের বিডিও-রা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বৈঠকে প্রকল্পভিত্তিক অগ্রগতি, ক্ষেত্রস্তরে চলমান কাজের বাস্তবায়ন পরিস্থিতি এবং আসন্ন কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। কোন কোন ক্ষেত্রে গতি আনা জরুরি, কোন কাজকে অগ্রাধিকার দিতে হবে এবং কোন কোন ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে—এসব বিষয়েও গভীর পর্যালোচনা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে জানান, TRLM ও TRESP-এর অধীনে হাতে নেওয়া প্রতিটি কার্যক্রম নির্ধারিত সময়ে ও সঠিকভাবে সম্পন্ন করতে হবে। মাঠপর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে আরও সমন্বয় বাড়ানোর ওপর তিনি বিশেষ জোর দেন। পাশাপাশি, সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নিয়মিত তদারকি ও অগ্রগতি পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ