আগরতলা, ২৯ নভেম্বর : নেশা কারবারের সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। শুক্রবার রাতে যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্তরা হল নাজির হোসেন এবং শ্যাম কুমার সিং।
নাজির হোসেন ওরফে হৃদয়, তার বাড়ি বনমালীপুর বিধানসভারের শ্রীলঙ্কা বস্তি এলাকায়। তার নামে পূর্ব আগরতলা থানায় একাধিক বিভিন্ন অভিযোগ রয়েছে। মূল অভিযোগ নেশা কারবারের। সে পুলিশের কাছে ওয়ান্টেড ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদে পূর্ব আগরতলা থানার পুলিশ খবর পায় নাজির হোসেন ওরফে হৃদয় আরো কয়েকজন যুবককে নিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছে। সাথে সাথেই পূর্ব আগরতলা থানার পুলিশ যোগেন্দ্রনগর রেলস্টেশনের ছুটে যায় এবং স্টেশন এলাকা কর্ডন করে নাজির হোসেন ওরফে হৃদয়কে জালে তুলে। তার সাথে থাকা আরো এক যুবককেও পুলিশ গ্রেপ্তার করে। তার নাম শ্যাম কুমার সিং, বাড়ি বিহার রাজ্যে। এদিন পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আরও তিনজন যুবক পালিয়ে যায়। পূর্ব থানার পুলিশ ধৃত দুই যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালায়। শনিবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানান। তিনি জানান, নাজির হোসেন রেল যোগে বিভিন্ন স্থানে নেশা সামগ্রী সাপ্লাই করত ।তিনি জানান, এই ঘটনায় একটি বড়সড় রেকেট জড়িত রয়েছে। সে সম্পর্কে বিশদ জানা প্রয়োজন। তাই ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার এনডিপিএস মামলায় আদালতে সোপর্দ করা হবে।
এদিকে নয় বনমালীপুরের যুব মোর্চার কর্মী সমর্থকরা শনিবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথের সাথে দেখা করেন, তারা ধৃত অভিযুক্তদের সহ নেশা কারবারের সাথে জড়িত চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যুব মোর্চার কর্মীদের অভিযোগ, বিরোধী দলের এক বিধায়ক ধৃতদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছে।
0 মন্তব্যসমূহ