আগরতলা, ২৯ নভেম্বর : পশ্চিম জেলার অন্তর্গত লেফুঙ্গা কৃষি মহকুমায় প্রথমবারের মতো অত্যাধুনিক এ আর সি প্রযুক্তিতে আলু চাষ করা হবে। এই প্রযুক্তির বিষয়ে মাঠ পর্যায়ে যুক্ত কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের কর্মচারীদের এবং কৃষকদের অবগত করতে শনিবার এক কর্মশালা অনুষ্ঠিত হলো। এই কর্মশালায় স্থানীয় কৃষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন লেফুঙ্গা ব্লকের ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা, তিনি নিজেও একজন কৃষক।
সেই সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও রাজ্যে এয়ার সি প্রযুক্তিকে বাস্তবায়ন করার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান রাজ্যিক উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ড. রাজীব ঘোষ, এ আর সি'র রাজ্যের নোডাল অফিসার অরিন মজুমদার, লেফুঙ্গা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক অসীম দেববর্মা সহ অন্যান্য কৃষি আধিকারিকরা।
সভায় স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। তারা নতুন প্রযুক্তির সুবিধা, ব্যবহার পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এর ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন। এ আর সি প্রযুক্তিতে মাটির উর্বরতা রক্ষা, রোগ পোকার আক্রমণ কম এবং আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ড. রাজীব ঘোষ বলেন, কৃষকদের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। এ আর সি প্রযুক্তি ব্যবহারে উৎপাদন বাড়বে, খরচ কমবে এবং কৃষকের আয় বাড়বে। তিনি আরও জানান, কৃষকদের উৎসাহ ও আগ্রহ তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।
0 মন্তব্যসমূহ