আগরতলা, ৫ নভেম্বর : রাজধানী আগরতলার পার্শ্ববর্তী ডুকলি কৃষি মহকুমায় এবছর প্রায় ২৬ হেক্টর জমিতে সুগন্ধি ধানের চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ১০ হেক্টর জমিতে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় সুগন্ধি কালিখাসা এবং হরি নারায়ণ জাতের ধান চাষ করা হয়। পরিবেশ অনুকূল থাকায় চাষ এবং ফলন ভালো হয়েছে। এর অংশ হিসেবে বুধবার ডুকলি কৃষি মহকুমার অন্তর্গত চৌমুনী বাজার গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা রাজীব দেববর্মা, কৃষি মহাকুমার কৃষি তত্ত্বাবধায়ক ড. দেবব্রত পাল সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এই এলাকার প্রগতিশীল চাষী বরদা কান্ত সিনহা ছয় কানির বেশি কৃষি জমিতে কালিখাসা জাতে ধান চাষ করেছেন, তার জমি ঘুরে দেখেন রাজীব দেববর্মাসহ অন্যান্য কৃষি আধিকারিকরা। কৃষক বরদা কান্ত সিনহা জানান ফলন ভালো হবে এবং প্রতি কেজি সুগন্ধি চাল ১২০ টাকা বা তার বেশি দামে বিক্রি করতে পারবেন। আগামী দিনেও তিনি এই ধরনের সুগন্ধি ধান চাষ করবেন বলেও জানান। এই জাতের ধান চাষ করার জন্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের তরফে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এলাকার আরো কয়েকজন চাষীও এই সুগন্ধি জাতের ধান চাষ করেছেন।
0 মন্তব্যসমূহ