Advertisement

Responsive Advertisement

বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের প্রদেশ বিজেপির




আগরতলা, ৫ নভেম্বর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম সঙ্গিতের সার্ধশতবর্ষ পূর্তি হচ্ছে ৭ নভেম্বর বৃহস্পতিবার। এই উপলক্ষে রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রদেশ বিজেপি। এই অনুষ্ঠানে রাজ্যের ১৫০ জন সংগীত শিল্পীর কন্ঠে উচ্চারিত হবে এই বন্দেমাতরম সংগীত । অনুষ্ঠানে থাকবে বিশেষ বক্তারাও। সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ বিজেপির সহ-সভা নেত্রী পাপিয়া দত্ত।
আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম সংগীতের ১৫০ বছর পূর্তি হচ্ছে। ১৮৭৫ সালে ৭ নভেম্বর পশ্চিমবঙ্গের নৈহাটির কাঠালপাড়ায় নিজ বাড়িতে বসে এই সংগীত রচনা করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত এই সংগীত দেশাত্মবোধের মূল মন্ত্র। এই জাতীয় সংগীতের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে প্রদেশ বিজেপি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে রাজ্যের ১৫০ জন স্বনামধন্য সঙ্গীত শিল্পী সমবেত কন্ঠে এই গান পরিবেশন করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা সহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বন্দেমাতরম সঙ্গীতের ঐতিহাসিক তাৎপর্য এবং মহত্ব নিয়ে আলোচনা করা হবে। এদিন বিজেপি রাজ্য দপ্তরে আহুত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি নেত্রী পাপিয়া দত্ত আরো জানান, পরবর্তী সময়ে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত বিজেপির নয়টি সাংগঠনিক জেলায় বন্দেমাতরম সঙ্গীতের দেড়শ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই সমস্ত অনুষ্ঠানগুলোতেও সমবেত কন্ঠে বন্দেমাতরম সংগীত পরিবেশন করা হবে। এরপর রাজ্যের ৬০টি মন্ডলে একই ধরনের অনুষ্ঠান করা হবে। তিনি আরো জানান, বন্দেমাতরম সঙ্গীতের দেড়শ বছর পূর্তি উপলক্ষে প্রভাত ফেরী এবং তিরঙ্গা বাইক রেলির আয়োজন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ