Advertisement

Responsive Advertisement

সোসাইটিস উৎপাদিত মসলা রেশনে বিক্রির বিষয়ে ভেবে দেখা হবে: মুখ্যমন্ত্রী



আগরতলা, ১৪ নভেম্বর : রাজ্যের যে সকল কোঅপারেটিভ সোসাইটি এবং স্ব-সহায়ক গোষ্ঠী মসলা উৎপাদনের সঙ্গে যুক্ত রয়েছে তাদের মসলা ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সাধারণ মানুষের বিক্রির বিষয়ে চিন্তাভাবনা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। সমবার মেলায় এই কথাটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
সমবায় দপ্তর এবং ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে রাজধানী আগরতলার পূর্বাশার আরবান হাটে ৭২তম অখিল ভারত সমবায় সপ্তাহ উদ্যাপন উপলক্ষে শুক্রবার থেকে চার দিনব্যাপী "সমবায় মেলা" আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি, আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মেলায় আশা বিভিন্ন কো-অপারেটিভ সোসাইটি স্টল ঘুরে দেখেন। বিভিন্ন স্টল ঘুরে যখন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সমৃদ্ধি মাল্টিপারপাস প্রাইমারি এগ্রিকালচারাল কো-অপারেটিভ সোসাইটির স্টলে আসেন এবং তাদের উৎপাদিত বিভিন্ন ধরনের আচার মসলা মোমবাতি ইত্যাদি হাতে নিয়ে দেখেন, তখন সোসাইটির তরফে মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয় রাজ্যের বিভিন্ন সমবায় সোসাইটির সদস্যরা যে সকল মসলা তৈরি করছেন এগুলো জেনারেল কানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়। এই আহ্বানের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানান এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর আশায় বুক বাঁধছেন রাজ্যের বিভিন্ন সমবায় সমিতি এবং স্ব-সহায়ক দলের সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ